যদি আজ
---
যদি আজ বৃষ্টি হয়
আমি তো ভিজে যাব,
ভিজে যাবে যেখানে যা কিছু।
বৃষ্টি হলে আমাদের নিরিবিলি
ডুবে যায় যদি জলে!
বৃক্ষ কি মন খারাপ করে
ঝরঝর ঝরাবে জল!
আকাশের মন হবে কি ভার!
থেমে যাবে কোলাহল তবে,
শুধু বিজলির ঝমকে
ঝঙ্কৃত হবে জলের নুপুর।
বৃষ্টি যদি নামে আকাশ ভেঙে
থেমে যাবে কি কথারা!
যদি না থাকে ঝড় সাথে,
একলা বৃষ্টিতে ভিজে কদম
দৃষ্টি থাকে একদৃষ্টে
কারও প্রতীক্ষায়,
ঝুরঝুর মাটির গলা গন্ধে
গন্তব্য খুঁজে ঠিকানাহীন।
যদি বৃষ্টি আসে
দমকা বাতাস সাথে,
অভিমানী রোদ হাসবে কি আর!
যদি হঠাৎ বৃষ্টি আসে
তুমি আসবে কি?
ঝরঝর বৃষ্টিতে ভিজে বুঝি
আজ একলা থাকার দিন,
সুরেলা রিমঝিম সাথে আর অপূর্ব বেদনারা।
২৩/০৫/২২