যদি ফিরে আসো
---
যখন সন্ধ্যা হয় হয়,
আমার তখন ভীষণ গল্প করতে ইচ্ছে হয়,
মনে হয় কেউ পাশে থাকুক।
কী জানি কী এক রহস্যময়তা থাকে
সন্ধ্যার আবছা আলো-আঁধারিতে,
একা একা সংশয়ে ভুগি তখন।
জগতের সমস্ত রহস্য যেন থিতু হয়
প্রদোষকালে।
জলে ভাসে কার ছায়া, অস্ফুট ব্যাথায়
কাঁদে নির্জন অন্তর।
সেই কবে ভেসে গেলে তুমি তোমার সায়রে
বকুলের বন জানে না সে খবর।
চুপি চুপি বাতাসের শব্দে একাকী মুহূর্তরা ভাবে
বুঝি তুমি এলে।
বৃথা, তোমার অন্তর্ধান সন্ধ্যার মতই,
কিছু ছায়াময় আর বেশিটাই অন্ধকার।
তবু আমার সময় কাটে গাঢ় কিছু প্রত্যাশায়,
তোমার পথ চেয়ে যদি তুমি আসো ফিরে,
ঘন কুয়াশার ফাঁক গলে
ছলকে যাবে কিছু মাধুরী জোছনার।
১৪/০৬/২১