যখন তুমি
--
যখন হেরেছিলে তুমি
হারো নাই তবু,
কেবল পরাজয়ের চিহ্ন
এঁকে দেওয়া ছিল তোমার ললাটে।
তুমি রহস্যময় আলো আঁধারে
কুহক জড়ানো খেলায় থাকো রত,
অদৃশ্য অধরা ধুম্রজাল
ভেদ করে পৌঁছে যায় তোমার অভ্যন্তরে
সাধ্য কী সাধ্যি কার!
পদে পদে জঞ্জাল ছুঁয়ে,
রন্ধ্রে রন্ধ্রে কন্টক বিষে জর্জরিত,
অযাচিত বাক্যবাণ নিয়তি তোমার।
তারপরও তুমিই চাঁদ হও,
সম্মুখে তোমার লজ্জায় নত
পৃথিবীর সবচেয়ে দুষ্প্রাপ্য বস্তু,
কিংবা সুন্দর ফুল।
চমকে বাতাস হিল্লোলিত কেশভারে,
থমকে জলধারা বিম্বিত রূপে মুগ্ধ হওয়ার নেশায়।
তোমাতে সঞ্চিত হয় যত অসহ্য ক্লেদ,
তোমাতেই প্রস্ফুটিত জীবন প্রসূণ,
তোমাতে ভর করে এগোয় আগামী।
তারপরও তুমি স্বর্ণলতা,
তুমি বহুভোগ্যা
তুমি হও কাচের পুতুল,ইচ্ছের ক্রীড়নক।
ইচ্ছেরা সব মরে যায়,
উদাসীন অন্তর্দেশে জাগে না আর স্বপ্ন,
অতঃপর তুমি ভেসে চল নিয়ত
ঠিক যেন কাগজের নৌকো।
০৮/০৩/২০২০