খড়ের মানুষ
-
খড়ের বাড়ীতে থাকে খড়ের মানুষ,
খড়ের মানুষের কোন নির্দিষ্ট অনুভূতি থাকে না,
তারা গা ভাসিয়ে দেয় চলতি স্রোতের ভেলায়
তারা কখনও অবাক হতে জানে না,
সবকিছু বিধিলিপি বলে মেনে নেয়,
খড়ের মানুষ কখনও পাহাড়ে উঠার
কিংবা সমুদ্র স্নানের স্বপ্ন দেখে না।

তাদের দিন থাকে এলোপাথাড়ি,
তারা কোনও কিছু গুছিয়ে রাখতে জানে না,
তাদের কোন কাজ ভাল লাগে না
তবে তারা গল্প শুনতে ভালবাসে,
যাত্রাপালায় রূপবানের হাসি দেখে হাসে
আর কান্নায় কেঁদে বুক ভাসায়।

খড়ের মানুষগুলোও মাটির তৈরী,
তাদের রক্তের রঙ লাল,
তাদের খিদে লাগে, তৃষ্ণা পায়,
তবে তারা ছিনিয়ে নিতে জানে না
যতটুকু পায় ততটুকু অদৃষ্ট ছিল ভেবে
তারা পরিতৃপ্ত
খড়ের মানুষ কখনও কারও ছায়া হয় না,
তারা কারও আয়না হয় না।

তাদের মনের ভেতর ভূত বাস করে
সেই ভূত এক অদ্ভূত,  তাড়িয়ে বেড়ায় জীবনভর
কিন্তু কোথাও কোনও ছাপ রাখতে দেয় না
যেন শূন্যে ভাসা জীবন, যে জীবনে জল নেই, নদী নেই,
নেই কোন সাঁকো, তাদের কাছে সব একই রকম,
সব রঙ এক রঙ, কেবল সাদাকালো।
২৬/০৯/২০