কথাদের কথা
--
আর কিছু না হোক
কথার ভারে হয়েছি ভারাক্রান্ত,
যেন তাপে দ্রবীভূত সীসা
তরল গরল হয়ে নেমে গেছে বুক অব্দি।
কথা থাকে কখনও কোমল,
ইমন-কল্যাণ রাগে রাতের প্রথম প্রহর সাজে
কথার ঠাটে,কুসুম কোমল বিলাস যেন
নেমে আসে আঁখির পাতায়।
রাতের আঁধার ছিড়ে জাগে প্রভাতের সুর
ভৈরব ঠাটে আবাহন তার,
তারপর শুরু হয় কথাদের দিন
রাগে-অনুরাগে বিহ্বল আমোদিত ক্ষণ।
কথা হয়,অমূল্য কথা বিনিময় হয়
অজস্র কথা ভেসে বেড়ায় ইথারে
কোথাও হয়নি চিত্রিত কথাদের লিপি,
শুধু হৃদয়মঞ্চ আলোড়িত।
তারপর কথার রূপান্তর, আপনি বদল হয়
স্বর জাগে সপ্তক ছাড়িয়ে তারার দেশে,
আর চমকে তাকায় হতাশার ঘোর অমানিশা
শেল বিঁধে বুকে,কথার কঠিন শেল।
কথা দিতে হয় তাই কথা দেয়া,
কথার গতি চলমান থাকে তাই কথা দেয়া,
শুধু কথা জমা রাখার জন্যই কথা দেয়া,
প্রতিশ্রুতি ভঙ্গের আরেক নাম কথা দেয়া।
কথা তাই কখনও ভীড় করে কাছে,
হদয়ে ছড়ায় অনুপম মাধুরী,
কথা তাই ছড়িয়ে বিষ-বাস্প দূরে চলে
ডানা মেলে দেয় অসীম অজানায়।
কথা! সে কেবল কথারই কথা,
কথায় খুঁজে নাও কেন
আস্থার আঁচল! সব কথাই তারপর
হয়ে যায় বিলুপ্ত অশ্রুর ইতিহাস।
---০৯/০৯/২০১৯