ক্রমশ
---


প্রতিদিন একটু একটু মরে যাই,
একটু একটু করে হারাই
আপনার অনন্ত মাঝে।
বাহিরে বসন্ত আর
ভেতরে দগদগে ক্ষতে
বিদীর্ণ অন্তরাত্মা।
ঘাটে বাঁধা খেয়া
মাঝি গেছে পরদেশে,
যেন প্রাণশূন্য পাখি বন্দী খাঁচায়।
১২/১১/১৯