নাব্য
----
কষ্টেরা হৃদয়ে নাব্য
সহজ সরল প্রবহমানতায় ভীষণ ভাবে নাব্য,
কষ্টের নাব্যতায় রচিত হয় কাব্য।
অজস্র দুর্ভেদ্য, রহস্যময় শ্রাব্য,
পাষাণ রচিছে দূরে বসে নির্মোহ কাব্য।
সচল বাণী,সরল ব্যঞ্জনাময় গূঢ়ার্থ,
তবু কি বিকট প্রতিক্রিয়া হয় অভিব্যক্ত।
সুর জানেনা অসুরের লুকায়িত প্রবঞ্চনা,
কবিতা চিনেনা হারাতে দুর্গম পথে,
প্রকাশিত হয়,লালিত হয় হৃদয় মঞ্চে।
যদি সুর লাগে বেসুরো,
যদি পথে যেতে হয় ভুল
কষ্টেরা বাসা বাঁধে অগোচরে,
নির্দয় শর নিক্ষিপ্ত হয় নির্মমতায়।
বিক্ষিপ্ত হয় মুগ্ধ চেতনার ধারা,
পথ হয় কণ্টকময়।
অনুচ্চারিত শব্দমালা জড়ো হয় নিভৃতে হৃদয়মঞ্চে,
তারপর কষ্টেরা হয়ে যায় কাব্য।
তীব্র দহনে নেই কারও হাত,
যে আগুন নিয়তই জ্বলে হৃদয়পুরে
যোগী হয়ে বসি ধ্যানে,রচ আবার
আনন্দময় কাব্য।
কাব্যরা হৃদয়ে করে বসবাস,
উৎপাটনে ব্যর্থ আমি-
আঁখি পল্লবে জলপূর্ণ পাত্র যেমন
তেমন করেই অবগাহন কবিতায় আমার।
আমাকে আড়াল করেছে অঘোষিত আঘাত থেকে
আমারই রচিত কাব্য,
আমার লালিত কষ্টে কবিতারা নাব্য।
-- ২৪/১০/২০১৮