নানাবিধ বৃষ্টি
---
আঁধার নেমে এসেছে,
যে দিকে দেখি, সবখানে বৃষ্টি
বৃষ্টি নেমেছে ফোঁটায় ফোঁটায়
জানালার কাচ গলে বৃষ্টি গড়িয়ে পড়ে,
তারপর গড়িয়ে যায়
ওই দিকে যায়, যেখানে খেলার মাঠটি।
বৃষ্টি সবার জন্য আসে, সবার জন্য একইরকম
আকাশ সবার জন্য একইরকম বৃষ্টি পাঠিয়ে দেয়,
পৃথিবীতে এসে বৃষ্টি ভাগ ভাগ হয় যার যার সামর্থ্য মত,
কারও কাছে বৃষ্টি মানেই বিলাস,
কারও কাছে বৃষ্টি মানেই কষ্টের জল।
পৃথিবী যেমন যে যার সুবিধামত ভাগ করে নিয়েছে,
এত জায়গা খালি পড়ে আছে,
তবু এক টুকরো জমি নেই বলে
কত লোক খোলা আকাশের নীচে গড়েছে আবাস
বৃষ্টি আকাশ থেকে ঝরে, মাটির কঠিন বুকে,
নরম করে দেয় কঠিন মাটি,
চোখের জলে যে বৃষ্টি তা ভিজিয়ে দেয়
কেবল নিজেকে,
কঠিন প্রাণে তাতে নেই কোন ভাবান্তর।
২২/০৮/২০