নিয়ম
--
ফুলের উৎসবে কে খেলে কানামাছি?
যে থাকে ঘুঁটির কাছাকাছি,
সেই তো চালে দান,
এদিক ওদিক করে নিজের করে রাখে
তারপর ঢেঁকুর তোলে পরিতৃপ্তির
ভাবে বুঝি অন্ধ সবাই।
সময়ের ফেরে কেউ অন্ধ,কেউ সাজে বোবা,
সঙ্গোপনে কেউ রচে ইতিহাস,
কূটচাল শেষ হয়
নতুন করে আবার শুরু হয় চির পুরাতন খেলা,
কেউ শাসায়, রক্তচক্ষু দেখে কেউবা লুকোয়,
কেউ ফাঁকে ভরে শূন্যপাত্র।
এটাই বুঝি চিরায়ত অনিয়মের নির্ম্মম জাল
লুকোচুরি জালে জড়িয়ে ভুলে কাঁদে যত
ভাগ্যহতের দল।
০৮/০৭/২০