নদী ও নারী
--
নদী দুঃখ কেউ বুঝে না
আসে যখন ঝড়,
সুখের দিনে হয় সাথী
দুঃখে করে পর।
নদী একলা যাও বয়ে
যত দুঃখ পাও,
থামলে ঝড় কূলে এসে
ভিড়ে শতেক নাও।
সুখের দিনে পাশে থাকে
কত সঙ্গী সাথী,
দুঃখের বেলা একা একা
নাই দীপ বাতি।
নদীর মন সিধা অতি
না চিনে গরল,
মানুষ বড় তিক্ত জাতি
চিনে না সরল।
নদীর মত নারী রিক্ত
দুঃখে দেয় পাড়ি,
এই পৃথিবী কত বড়,
তবু নাই যে বাড়ি।
নদীর জল মিশে গিয়ে
সাতটি সাগরে,
নারীর চোখে দুঃখ নাই
শুধুই জল ঝরে।
০৬/০১/২১