অবশেষে ভস্ম
--
তোমার সাথে প্রথম দেখা
সন্ধ্যা নদীর পারে যখন
শান্ত ছিল নদীর জল,
স্বচ্ছ নদীর জলে ছিল
তোমার প্রতিবিম্ব।
আমি চমকে ছিলাম যখন
জলে হঠাৎ আলোড়ন
মুখর হল শান্ত সময়
হঠাৎ গীতে দূর আকাশে
রঙধনুুটা সেজেছিল।
অনেকটা পথ হেঁটে ছিলাম
চোখে ছিল নিবিড় মায়া
বিশ্বাসের এক প্রচ্ছন্ন সুর
বেজেছিল হৃদয় মাঝে
তুমি হলে অনেক আপনজন।
বনে বনে ফুলের সাজ
মৌমাছিদের গুঞ্জনে
যেমন থাকে আহরণের খেলা
রোদের জন্য যেমন কাটে
একটি শীতের রাত।
তেমনি তুমি স্বপ্নে দোলো
মান অভিমানের পালায় দেখি
তোমার নৌকা উজান চলে
ফেলে আমায় অনেক দূর
আপন মনে ভেসে চল তুমি।
এবার হল যাবার সময়
বিষন্ন এই বিদায় বেলা
তুমি চল আপন মনের অন্বেষণে
আমি দেখি আবার শান্ত সবই
শুধু হৃদয় কালো তুষের আগুন।
--২৯/০৮/২০১৯