পিঁপড়ে ও মানুষ
মানুষ কখনও হয় পিঁপড়ের সারি,
দলবেঁধে চলা।
পিঁপড়েদের মনের ভেতর থাকে
একই বাসনা, তারা দৃষ্টিকে এক সূত্রে বাঁধে
অভিপ্রায় থাকে এক।
মানুষ যদিও বা দলবেঁধে চলে
তাদের মনে থাকে ভিন্ন বাসনা,
তাঁদের লক্ষ্য থাকে আলাদা আলাদা,
মানুষেরা একই পথে ভিন্ন মতে চলে,
প্রতিটা মানুষের মনে থাকে আলাদা একেকটি পথ।
মানুষেরাই কেবল সঙ্গ দিতে পারে,
সঙ্গী হয়ে ওঠে না কখনও।
একই পথের পথিক যদিও
পথগুলো ভীষণরকম আলাদা।
মানুষেরাই কখনও একই কারণে হাসে না
একই কারণে তারা খুব কমই কাঁদে।
বরং তারা খুঁজে তুলনা, তারা খুঁজে সাদৃশ্য,
বিবদমান ঘটমান নিজের আয়নায় খুঁজে কারণ
এরপর কলহ তীব্র হয়
নয়ত ভীষণ আত্মতৃপ্তি নিয়ে ঘুমাতে যায়।
একেকসময় মনে হয় পিঁপড়ে, কাক, কিংবা অন্যরা
মানুষের চেয়ে অনেক বেশি ভাল আছে।
মানুষতো প্রকৃতিকে হারিয়ে জিততে চেয়েছিল,
কী লাভ হল! অবশেষে নিজের প্রকৃতিই হারালো।
এখন মানুষ মানেই বিবদমান অনেক পক্ষ
যারা পরস্পরের মৃত্যু কামনা করে,
হতাহতে জয়োল্লাস করে।
তবু মানুষ দল বেঁধে চলে
তীর্থযাত্রায়, যুদ্ধে কিংবা মহামারিতে
মানুষের মিছিল পিঁপড়েদের মতই সারিবদ্ধ ও দীর্ঘ হয়,
শুধু প্রত্যেকের মনের ভেতর লুকিয়ে থাকে
নিজেকে জেতানোর তীব্র ইচ্ছেটুকু।


১৬/০৫/২১