পথের দ্বন্দ্ব
---


পিচঢালা পথ যেন ডেকে ডেকে যায়
ঢেকে দেয় শূন্যতা সব,
দু'ধারে গাাছের সারি
আনমনে কত কথা কয়
হঠাৎ ছুঁড়ে দিয়ে যত অবসর
পথের ডাকে হয়ে যাযাবর।
পৃথিবীর সব পথ খোলা নয় কেন
সব পথ যেন মেঘে মেঘে ঢাকা,
এ পথে ও পথে দ্বন্দ্ব কেন চিরকাল?
সব পথ কেন না মিলে
একই গন্তব্যে, আসে না কেন সেই শুভক্ষণ?
পথিক ভাবে আমার এ পথ সরল বড়
আমার পথেই রয়েছে পাথেয়,
আমিই ছুঁতে পারি কাঙ্ক্ষিত সীমানা।
কে জানে কোন পথে মোক্ষ মিলে
কোন পথের বাঁকে বাস তার
যে জন থাকে নীরবে নিভৃতে
প্রতিটি পথিকের অন্তঃপুরে।
পথের ইন্দ্রজালে এলোমেলো মন
স্বস্তির নিঃশ্বাস নিতে গিয়ে
সাঁতরে বেড়ায় ঘোরপ্যাঁচের অতলে,
আড়ালে হাসেন অন্তর্যামী।
০৭/০৫/২২