রোজা
--
ওই দেখ হাসে চাঁদ আকাশে,
হেসে হেসে ঢলে যায় বাঁকা সে।
আজ দেখি ওই চাঁদ
মনে খুশি নাই বাধ,
রোজা আসে সকাশে,
সেই খুশি প্রকাশে।
খুশি ওই খেলে যায় বাতাসে,
বাঁকা চাঁদ ওই দেখ আকাশে।
বনে কলি ফুটে আজ,
মনে তুলি এঁকে তাজ,
রোজা রেখে সকলে
রুখে দিই নকলে।
প্রভু খুশি হয়ে প্রার্থনা কর কবুল
ক্ষমা করে দিও তুমি যদি হয় ভুল।
২৪/০৪/২০