রোদের জন্য প্রার্থনা
-
ঝরা পাতা ঝরে থাকে
এই হিম শীতে,
রাত ভোর হলে পরে
দিন কাটে গীতে।
কত ফুল ফোটে আর
কত পাখি গায়,
হিম হিম বায়ু বলে
শীত নেমে আয়।
হাতে হাতে পিঠে পুলি
সাজে শীতে ধরা,
সবুজ মাঠে সবুজ হাসে
বিচিত্র রঙ ভরা।
হাসি খুশি চিত্ত দোলে
হৃষ্ট তুষ্ট মন,
হিম শীতে খোঁজে তাপ
কত দীন জন।
রাত কাটে ক্ষণ গোণে,
মিষ্টি রোদ কেন
লুকোয় দূর মেঘের ফাঁকে,
দয়া নাই যেন।
এসো রোদ নেমে এসো
আমাদের কাছে,
সারা গায়ে মেখে রোদ
অবোধ কলি হাসে।
--৩০/১২/২০১৯