শিম ফুল
--
শিমের মাচানে ফাগুন লাগে যখন
সাদা, নীল, বেগুনি রঙের ফুল
ফুটে থাকে থরে থরে।
কেমন বুনো গন্ধ থাকে,
পুরো মাচানের জমিনে শিম
আর থাকে আমার মায়ের ঘ্রাণ।
আমার মা শিমের বিচি
বড় যত্নে পুরে দিতেন মাটির গভীরে,
ধুলো ধুলো মাটি।
কখনও বৃষ্টিতে ধুয়ে যেত ধুলোমাটি,
কখনও চারাগুলোই মরে যেত
তুমুল বৃষ্টিতে।
ভাঙা মাটির হাড়িতে আবার ধুলোমাটি পুরে
পরম মমতায় ঢেকে দিতেন শিমবিচি,
পাতা কিংবা আরেকটা ভাঙা কিছু দিয়ে।
শিমের চারা গজিয়ে মাচান ভরে যেত লতায়,
কখনও বড় লেবু গাছটাতে শিমের লতা
জড়িয়ে ছড়িয়ে যেত।
শিমের লতা ভরে যেত ফুলে,
শিমফুল আর লেবুর ফুলে হত বন্ধুত্ব,
মাচানটা ভরে যেত ফুলে।
শিমের ফুলে থাকে মায়াবী আকর্ষণ,
ফুল থেকে শিম আবার শিম ভরা বিচি।
আগুনে সিদ্ধ শিমের বিচি,
কাঠিতে লাগিয়ে শিমের বিচি
কত অমৃত সেই স্বাদ।
আমার ইচ্ছে হয় যেন মাঠের পর মাঠ
শিমের বেগুনী সাদা ফুলে ভরে যাক,
শিমের ফুলে চক্ষু জুড়ায়।
শিমফুল বড় প্রিয়।
০২/০৯/২০