শৈলতলে
----
শৈলতলে জল গড়ালো পাহাড়টা যে কাঁদে,
আকাশ তাহার ভাললাগা পাহাড়টাকে সাধে।
অনেক ফুলের অনেক রেণু বেড়ায় বাতাসে,
ফুলের গন্ধে জোছনা আকুল চাঁদটা যে তাই হাসে।
হৃদয় পুরে নেচে বেড়ায় প্রজাপতির ডানা,
ভালবেসে আকুল হতে কে করেছে মানা?
ব্যকুল তাহার বাঁশের বাঁশি একটানা সুর বাজায়,
মাতাল হাওয়ার মৃদু নাচন পাতাবাহার সাজায়।
মিষ্টি  মিষ্টি কথার মাঝে হারিয়ে যায় মন,
মনের মাঝেই সাজাই আমি চিরহরিৎ বন।
অনেক অনেক কাব্য কথা উঠছে আজ ভেসে,
আমার সকল ব্যথা তাই উঠলো সুখে  হেসে।
২৩/০৬/২০১৮


* ওরা সবাই গেল আকবর'স টেম্পল দেখতে,আর আমি একা এই পার্কে।বলা হয়েছিল আমাকে কিছু লিখে রাখতে।
কী লিখি!