শকুন
--
ঘরের চালে শকুন,
মাথায় বেঁধেছে উকুন।
মেয়ে তুই সর্বনাশী
তোর মুখে কেন হাসি?
আয় বেধে দি চুল,
খোপায় দিবিনা ফুল।
তুই কেন ব্যথায় কাঁদিস?
তপ্ত তাপে সপ্তব্যঞ্জন রাধিস।
চুপটি করে দেখে যাবি,
তুই কেন কথা বলতে যাবি?
সবই তো শিখিয়ে দিলাম,
তারপরও তুই হলি নিলাম।
সমাজ তোকে নিলামে বসায়
পান থেকে চুন ঝরলে নথ খসায়।
মুখটি বুজে সয়ে গেলি
জীবনভর কি পেলি?
তারপরও তোর চোখের কোণে
অশ্রু লুকায় সংগোপনে।
সবার খাতায় কড়া হিসেব আছে,
যোগ-বিয়োগের অংক সেথা নাচে।
তোর হিসেবের পাতায় গোঁজামিল,
শুভঙ্করের ফাঁকি,নেই জমা একতিল।
তবুও তুই পূর্ণ ভাবিস নিজে,
আঁখির পাতা অশ্রুকণায় ভিজে।
কে বা আছে দেখে ফিরে
আপন পরের ভীষণ ভীড়ে।
শূন্য দৃষ্টি খুঁজে ফিরে কাকে?
সব হারালি কোন সে বাঁকে?
২৬/০৩/২০১৯