সংশয় অবিসংবাদিত
-------
নয়নে জল ছিলো না ছল ছিলো,
যায়নি বোঝা আগে,
আগুনে উম ছিলো না ধুম ছিলো
পায়নি সহজ ভাগে।
নদীর কূল ছিলো না শূল ছিলো
বোঝা ছিলো দায়,
পার ছিলোনা, পারাবারে তাই ছিলো
যাত্রী অসহায়।
বাগেতে ফুল ছিলো কি হুল ছিলো
মৌমাছি তা মানতো না,
হৃদয়ে বিষ ছিলো কি দিশ ছিলো
রাধা কি তা জানতো না?
জানলে বাঁশির উদাস ফাঁসি
মনকে তাহার টানতো না,
উড়ে গিয়ে ভোরের বাগে
ফুলগুলো সব তুলতো না।
ভুল করে সব তুলতে কেনো
পথ হারিয়ে পথে,
কাঁটায় কাটে হিয়াহীন, যেনো
মত থাকে না মতে।
বনেতে থাকে মনের বাঘের মেলা
আসল কিবা নকল
সাগরে আছে ডাগর তিমির খেলা
নিমেষে করেছে দখল।
রূপেতে করে ধুপের পোড়া যারে
লুকিয়ে থাকা কষ্ট,
বেণু বাজে, ধেনুরা ওই দূরের পারে
করলো সব নষ্ট।
সাজিয়ে পাতা ভরিয়ে খাতা ক্ষয়
কলঙ্ক হয় কালো,
কপোল মাঝে তিলেক তিল রয়
ছড়ায় হৃদে আলো।
♦♦
২৫/১১/১৮