সৃষ্টির উৎসব
--
আজ বৃষ্টিতে তোমার দৃষ্টিতে উদ্বেল
সৃষ্টির উৎসব,
হৃষ্ট চিত্ত প্রসন্ন;
মুখর তুষ্ট মৃদুমন্দ বায়ু,
আজ সৃষ্টিমুখর বৃষ্টি,
কর্ষিত ভূমি কম্পিত,
জাগে সৃষ্টির সুখ।
চাতকের দৃষ্টি খুঁজে তৃষ্ণায় বিন্দুবারি,
কৃষ্টিতে সৃষ্টির তরঙ্গ নৃত্য,
মুষ্ঠিবদ্ধ দৃপ্ত পদভারে
যোজিত হয় পরস্পর সন্ধি,
বৃষ্টিতে নিষিক্ত সংযুক্তির ক্ষণ,
অতঃপর সৃষ্টি অন্বেষণে
দ্যোতনে বৃষ্টির লাস্যমুখ।
৯/৬/২৪