শ্রদ্ধা
এমনকিছু বৃক্ষ আছে বলেই
গড়ে ওঠে সবুজ অরণ্য
দেয় ফলফুল, জীবনের নির্য্যাস
এমনকিছু পাখি আছে বলেই
সকালটা এত সুন্দর
সুরের সিগ্ধ ছোঁয়ায়
কিছু কিছু নিশানা আছে বলেই
আমরা পৌঁছে যাই নিশ্চিন্তে
আমাদের নির্ধারিত গন্তব্যে
সব ফুলে কাঁটা থাকে না
সব ফলে বিষ থাকে না
অরণ্যে কেবল হিংস্র শ্বাপদই
বিস্তার করে না থাবা
ওখানেও কখনও বয়ে যায়
মমতার ফল্গুধারা
মানুষ কখনও মানুষ
কখনও রূপান্তরিত অমানুষে
বহুরূপে রূপায়িত বিচিত্র প্রকাশে
ভূলুণ্ঠিত হয় কখনও বিবেকবুদ্ধি
সত্তার অবনমনে রূপান্তরিত যেন জান্তব
কিছু মানুষ নিজের দিকে তাকায় না
হিসেব কষে না চাওয়া-পাওয়ার
কিছু মানুষ হাত বাড়িয়ে দেয় কল্যাণে
তাঁরা চলে যায়, রেখে যায় পদচিহ্ন
তাঁরা অমর হয়, তাঁদের স্থান হয় হৃদয়ের
সুউচ্চ সিংহাসনে, তাঁরা অজান্তেই স্মরণীয়
কোন দ্বন্দ্বে নেই, কোন হিসেবে নেই
প্রকৃত মানুষেরা কোনকিছুরই ধার ধারে না
তাঁরা জানে মানবতা, হাত বাড়িয়ে দিতে।
২২/৭/২৫