ঠিকানা
-
খাঁচার ভেতর বন্দী থাকে পাখি,
পাখির থাকে আরেক খাঁচা
কেউ জানে না মনের ঠিকানা,
গহীন বনের ঝরা পাতায়
কোন বেদনা আঁকা থাকে
কেউ জানে না,কেউ জানে না।

গহীন সাগরজলে অপরূপা নীল
কার লোনাজল বয়ে বেড়ায়,
ঝিনুক লুকায় কোন বেদনা!
কোন হাসিতে মুক্তো হাসে,
কত ব্যথায় সুর খেলে যায়
বাঁশের বাঁশি,থই মেলে না।

খাঁচার পাখি খু্ঁজে আকাশ
মনের খাঁচায় বন্দী আকাশ
কেউ জানে না তার ঠিকানা,
ঠিকানাহীন মন খুঁজে যায়
মেঘের দেশে, নীল সাগরে,
সুরের খেলায় তার ঠিকানা।

সব ঠিকানার খোঁজ মেলে না,
জীবনভর খুঁজে মরে,তবু
পায় না কেউ আসল ঠিকানা,
বন্দী পাখি,বন্দী খাঁচা,খাঁচা বন্দী মন
এলোমেলো গোল পাকিয়ে
হারায় কই? সে কোন ঠিকানা?

কেউ জানে না,কেউ জানে না।
--২৬/১০/২০১৯