তোমায় খুঁজি
---
আমি জ্যোৎস্না ভালবাসি তাই
ভরা পূর্ণিমায় ডাক দাও তুমি
আমি যাই তোমার কাছে-
চাঁদের আলোয় স্নান করে
আমি বসে থাকি রজনীগন্ধার পাশে।
কেমন গলে গলে জ্যোৎস্না ঢলে পড়ে,
বাতাস কাঁদে, আমি কাঁদি
অপরূপ রূপ কেবলই কাঁদায়,
কাঁদিয়ে সুখ পায়
আমি টের পাই আমার ভেতরে
সেই হাহাকার- সেই আকুলতা।
আমি দেখিনি তোমায়,আমি অনুভব করি
আমার সমগ্র সত্ত্বা দিয়ে তোমায় অনুভব করি
এই অপাপবিদ্ধ ধবল আলোর সায়র
আমার ভাসিয়ে নিয়ে যায় অশ্রুনদীর পারে
কি এক অজানা, অচেনা ব্যথা আমায় কুঁকড়ে খায়
তুমি ডাক দিয়ে পালিয়ে বেড়াও
আমি তোমায় খুঁজেই বেড়াই - সমস্ত প্রকৃতি জুড়ে
আমি শুধু জীবন ভর তোমায়ই খুঁজে গেলাম
তুমি দাওনা দেখা,কিন্তু ব্যবধান ঘুচে যায় যখন আমি
সর্বত্র তোমারই রূপ মাধূর্য্য দেখি,
দেখি তোমারই নিপুণ হাতের ছোঁয়া বিশ্বময়।
----৩০/৫/২০১৮