তোমার বদলে যাওয়া
---
ঋতু বদলের সাথে
তোমার মুখের ভাষা পাল্টে যায়,
চোখের ভাষা বদলে যায়।
এমন কেন হয়? ঋতু কি তোমাতে
খুব বেশী ছাপ ফেলে!
গ্রীষ্মে তুমি দুূর্দান্ত প্রতাপে টগবগ কর
কখনও দহনে কখনও ঝড়ে
তাণ্ডবনৃত্যে প্রলয় নাচে।
বর্ষায় তুমি করুণ চোখে বাদলের গান শোন,
তোমার মুখের মানচিত্র বলে দেয়
তুমি আছ ভাবের জগতে।
শরতে তোমার জাগে প্রেমময় উচ্ছ্বলতা,
কাশের গুচ্ছে খুঁজে বেড়াও
আর জনমের কা'কে?
হেমন্তে তুমি ঘাসের ডগায় শিশির দেখ
আর মাঠের সাথে পত্রমিতালী শেষে
আসে চিঠি লেখার পালা,
আকাশে উড়ে বেড়ায় সে চিঠি
গন্তব্যের খোঁজে।
শীতে তুমি নিঃশেষ যেন,
হিম শীতল পরশে তুমি নিষ্প্রাণ,
বসন্তে তোমার গৌরবগাঁথা
লিখে রাখে দক্ষিণা বাতাস।
আর তুমি! সুরের রজনীতে
তোলো তান কুহু কুহু  অবিরাম,
সুবিধামত গাও বদলে যাওয়ার গান।