তুমিই কেবল নও
-----
তুমি তো কেবল একা নও,
তোমারও আগে বহু বহু জন
হেঁটে গেছে এই পথ ধরে।
তারা গেছে হেসে হেসে,
কথা বলে গেছে হেসে,
যেতে যেতে সুশোভিত করে গেছে
সুশোভন পুষ্প বৃক্ষপত্রাদিতে,
চলে যাওয়া পথটুকু
তাদের হেঁটে যাওয়া পথটুকু্।
এভাবেই রচিত হয় একটু একটু করে
পথের ইতিহাস,
পথ রয়ে যায়,সব চলে গেছে
এই পথ ধরে যেতে যেতে
তারপর হারিয়ে গেছে সব-.
কোথাও অবশিষ্ট থাকেনা আর
চিহ্নটুকু কারো,শুধু পথটাই থেকে যায়।
পথই পৌঁছে দেয় গন্তব্যে,
পথ পৌঁছে দেয় অসীম মহাকালে,
পথ সবাইকে করে মহাকালের পথিক।
পড়ে থাকে ধুলোবালি, পড়ে থাকে কথারা,
পড়ে থাকে যাবতীয় যোগ-বিয়োগের নিষ্ফল ক্রন্দন।
ভেবো না তুমি একাই পথিক,
ভেবো না কেবলই পথটি তোমার একার,
কখনই ভেবো না তুমি রয়ে যাবে
পথের পথিকরাজ হয়ে চিরদিন।
কখন ফুরাবে সময়,কখন বাজবে বাঁশি,
কেউ তা জানে না,পথিক কেবল হেঁটেই যায়,
হঠাৎ ফুরিয়ে যায় পথ,
গান থেমে যায়,সুরের রাজ্যে নামে স্তব্ধতা,
আমি তুমি সে- আমরা সবাই
নিয়তির ঘেরাটোপে  বন্দী পুতুল।
অসহায় আত্মসমর্পণ  সময়ের কাছে,
অনিবার্য পরিণতি,
পথ আর তারপর আরও যারা হেঁটে যায়
তারা খুব কমই মনে রাখে
পূর্বসূরীদের কথা,
তারা আবারও হাঁটতে থাকে,
কথার কাকলীতে মুগ্ধ প্রহর-
আবার মাতে অজস্র পুষ্পবিলাসে।
আর পথ! কেবল চুপি চুপি হাসে,
নিশ্চুপ থাকে,স্বাক্ষী থাকে,
পথ বেয়ে চলে যাওয়া অজস্র পথিকের
অজস্র ঘটনা-রটনার নির্বাক দর্শক সে।
২০/৪/১৯