--- ভাষার কবিতা


--
এই যে আমার বনের পাখি
কিচির মিচির ডাকে,
এই যে আমার কোলের শিশু
মা বলে যায় মাকে।
এই যে আমার সবুজ শ্যামল
ফসল ভরা মাঠ,
শাপলা ফোটা পদ্ম পুকুর
শান বাঁধানো ঘাট।
এই আমার বনের ছায়ায়
দোয়েল কোয়েল পাখি,
মধুর সুরে গান গেয়ে যায়
বাংলা মাকে ডাকি।
অনেক দেশের ডাক শুনেছি
সব পেয়েছির মাঝে,
বাংলা মায়ের বুকেই আমার
সকল গান যে বাজে।
মধুর ভাষায় কথা বলি
মধুর ভাষায় গাই,
জগৎ মাঝে এমন সূধা
আর যে কোথাও নাই।
বাংলা ভাষা রাখতে গিয়ে
জীবন দিল যারা
আমার সকল ভালবাসা
তাঁদের মাঝেই হারা।
এনে দিল মাতৃভাষায়
কথা বলার সাহস,
তাইতো আমার প্রাণের ধারা
বইছে রাত্রি দিবস।
নাম না জানা অনেক শহীদ
প্রাণ দিয়েছেন ভাই
আকাশ মাঝে তারা হলেন
তাঁদের তো ক্ষয় নাই।
রাখব সবাই দেশের মাটি
রাখব দেশের ভাষা,
শপথ নিলাম আমরা সবে
মিটবে তাঁদের আশা।
১৫/০২/১৮