ভেজাল
--
ভেজালের সাথে আজ খাই শুধু টক্কর
ভেজালের জালে তাই মাথা মারে চক্কর।
বীজে আছে,গাছে আছে ফলেও তাই,
ফল আছে,ফুল আছে নির্ভেজাল নাই।
মাটি আছে পানি আছে পবন সুবাস,
ভেজালে ফেঁসে প্রাণ করে হাঁসফাঁস।
মন আছে মানুষ আছে, নাইতো খাঁটি
মুখোশের আড়ালে সব থাকে পরিপাটি।
সোনাতে নকল থাকে জানে তা খ্যাপা
বালু মাঝে চোরাবালি কেড়ে নেয় পা।
আসলে নকলে আজ ঘোর হল দ্বন্দ্ব,
ভেজালের দখলে হৃদয়ের সব দ্বার বন্ধ।
কী করি বেসামাল তরী চলে তীরবেগে,
রোদেলা আকাশ ঢাকে ঘনকালো মেঘে।
১৪/১২/১৯