হাত-পা কাটা শরীর, গলে পড়া মগজ
রক্তে ভেজা মাটি, বাতাসে বর্বতার বিশ্রী গন্ধ,
ছুটে আসছে নিধনের তীর, মনুষ্য মাংসে হচ্ছে ভোজ
জ্বলছে বাটী, পশুত্ব আর নৃশংসতা হচ্ছেনা বন্ধ।


অবুঝ শিশুর লাশ, ভেসে আসছে রোজ রোজ
ধর্ষিত তরূণীর আহাজারি, অকারণে বাড়ছে দ্বিধাদ্বন্দ্ব,
থেমে নেই বিনাশ, দর্শক সবাই রাখেনা কারো খোজ
এ আচরণ বড্ড বাড়াবাড়ি, মানবতা আজ হয়েছে অন্ধ।


গর্ভবতীর পেটে ছুরি, দুটি নির্মম হত্যাকান্ড একসাথে
বুলেট বর্ষণ ক্ষণে ক্ষণে, এমন কেন হলো দেশটা?
চারদিক যেন মৃত্যুপুরী, বন্দী যুবক জর্জরিত আঘাতে
মৃত জননীর নিষ্প্রাণ স্তনে, চলছে বেচে থাকার বৃথা চেষ্টা।


ওরা কি চায় এত? শুধু কি একক আধিপত্য
তবে কি হবে শেষ? এই ধ্বংসযজ্ঞের রোষানল,
বিবেক হয়েছে ক্ষত-বিক্ষত, এরাও মানুষ এটাই তো সত্য
হোকনা রাখাইন নামক দেশ, রোহিঙ্গারা করুক অবাধ চলাচল।