চারদিকে এত এত আত্মচিৎকার
কিন্তু আমি কিছুই শুনিনা,
আমি যেন কর্ণহীন,
তোমাকে আমি দিয়েছি নিস্তার
খুন করেও তুমি খুনি না,
খুনের রক্ত ছড়িয়ে ছিটিয়ে করছে বিস্তার
রঙের জৌলুসে প্রকৃতিও ভীষণ রঙিন
শুধু আমি বর্ণহীন।


মৌনতার বিষে হয়েছি নিষ্প্রাণ
এ বুকে আর উঠেনা তুমিময় উজান,
হাজার ভীড়েও একলা আমি, একলা আমার শহর
বারবার শুঁকে দেখি বেদনার ঘ্রাণ
হয়না কভু শেষ ভাটার করুণ টান,
রক্তনদীর স্রোতে তবুও ভাসে তোমার স্মৃতির নৌকাবহর।