কে সে?
বাস করে হৃদয় তলে।
কখনো বা একলা হলে,
তার প্রতিবিম্ব ভাসে চোখের জলে।
সুযোগ পেলেই আসে
পরিকল্পিত খুনির বেশে।


কে সে?
একটানা বাজনা বাজায় ভাবনার মাদলে,
বেআইনি ব্জ্রপাত হয় আমার বিষন্ন বাদলে।
ছায়ার মত থাকে পাশে,
যেমন মেঘ থাকে আকাশের বুকে ভেসে।


কে সে?
মনটা কে রেখেছে বেধে শিকলে।
তাকে ছাড়া এক মূহুর্ত না চলে।
স্বপ্ন হয়ে সারাক্ষণই হাসে,
জাগ্রত কিংবা যখন থাকি ঘুমের দেশে।


কে সে?
যার উপস্থিতিতে থাকি ঝলমলে।
অনুপস্থিতিতে হয়ে যাই মাতাল, টলমলে।
সে তো অক্সিজেন আমার বাতাসে,
তাকেই তো ভাবি দিনের শুরু থেকে শেষে।


কে সে?
পাথর মনে ভালবাসার তরল হয়ে গলে।
সুযোগ পেলে চুপিসারে প্রেমের কথা বলে।
তাকে তো চাই আমি বারোমাসে
তার বিছানো জালে গিয়েছি আমি ফেঁসে।


কে সে?
বারবার পরাজিত করে লুকিয়ে রাখা ছলে।
অন্তরে বাহিরে আগ্নেয়গিরি হয় জ্বলে।
অনুভূতিগুলো গিলে খায় গোগ্রাসে,
পরিণত করে জীবন্ত একটা লাশে।
প্রেমের খেলায় বারবার জিতে যায় একপেশে।