কবি হতে ইচ্ছে করে আবার
তুমি নামক কবিতায় ডুব দেবার,
পথ খুঁজি চলোনা পালিয়ে যাবার
তোমার থেকে ইচ্ছে করে সবকিছু নেবার।


বড় ইচ্ছে করে আমার বারবার
দায়িত্ব নাও আমার সকল সেবার,
জ্বলে পুড়ে হয়েছি আমি ছারখার
তুমি ছাড়া সাধ্য নেই এ আগুন নেভবার।


তোমাকে কেড়ে নেবে এ সাহস কার
জীবন নাশ করব আমি তাহার,
তুমি ছাড়া আমি অচল অসাড়
তুমি যে আমার মনের একমাত্র আহার।


ইচ্ছে করে ফুল হবো তোমার খোঁপার
হবো তোমার নামীদামী অলংকার,
চলোনা বাদ দেই অতীতের সব ব্যাপার
তোমাকে নিয়ে করব ভালবাসার অহংকার।