মেঘলীনা,
অস্তিত্ব ফুরায়,
পাথর ভাঙে মন চূড়ায়,
আমি হয়ে যাই মন্থর,
অবিরাম কাঁদে অন্তর,
যখন আমি থাকি তুমিহীনা।


মেঘলীনা,
কাব্যকথার বিবর্তন,
করি বারবার আত্মসমর্পণ,
তোমার কাছে প্রতিটা দিবসে,
মুগ্ধতা খুঁজি কবিতার রসে,
তুমি যেন আমার অগ্নিবীণা।


মেঘলীনা,
হারানো সেই সময়,
প্রেমের পদে যেন মৃত অব্যয়,
বদলে যায় অপরিকল্পিত অভ্যাস,
কাতরে মরি, করি হা হুতাশ,
সবই বুঝি, কেন তোমাকে বুঝিনা?


মেঘলীনা,
হয়নি সময় যাবার,
চলোনা একত্রিত হই আবার,
ধ্বংস করি সব যন্ত্রণাগুলো,
ভালোবেসে হয়ে উঠি মনভুলো,
এই একলা একা আমি আর পারিনা।


মেঘলীনা,
জীবন বেলা যাচ্ছে কেটে,
মনের রাস্তায় কবে আসবে হেটে,
তোমার অপেক্ষা আমাকে করেছে কাব্যিক,
স্মৃতিভ্রষ্ট হই ভুলে যাই দিক বিদিক,
তোমাকে ছাড়া এই আমি, যেন আমি না।