ভোরের সূর্য ওঠার আগে,
তোমায় দেখার নিষ্পাপ সাধ জাগে।
তুমি আমার পূর্বাকাশে উদিত হওয়া নির্মল শুকতারা,
তুমি হাসলে সূর্য হাসে, সকাল আসে
আমার প্রকৃতিতে ঝরে পড়ে মুক্তারা।


রোজ দুপুরে, তোমার এলোকেশ উড়ে
প্রণয়ের তরী ভাসাই তোমার সমুদ্দুরে,
ঝলমলে রোদ্দুরে, তোমাকে লাগে ফুরফুরে
মন টা আমার ছায়ার মত তোমার পিছে ঘুরে।


তোমার চোখ, মুখ আর ঠোঁটে,
অনবরত ভালবাসার খই ফোটে।
আমি বারংবার পরাজিত হতে হতে
একজন অভিজ্ঞ প্রেমিক হয়ে উঠি,
তুমি ভাসাও আমায় উজানের স্রোতে
ওই তরীতে ঢেউ খেলুক অনুরাগের খুনসুটি।।


আমার ব্যস্ত দিনের শেষে,
গোধূলি আলোর গা ঘেঁষে,
পশ্চিম আকাশে তুমি নেমে আসো সন্ধ্যাতারা হয়ে,
তোমার উজ্জ্বল আলোকছটা আমি ছুঁয়ে দেখি নির্ভয়ে।
সন্ধ্যার আবছা অন্ধকারে,
তুমি এসে কড়া নাড়ো বন্ধ দ্বারে।


তুমি সন্ধ্যাতারা নও,
আমার ক্লান্তি আর বিষন্নতার ঘোর অন্ধকারে
আলো ছড়ানো দীপশিখা,
তুমি আমার একমাত্র সন্ধ্যা বাতি,
তুমি অমৃত না হও
দুহাত ভরে গরল দিও রাত প্রহরে
দিও শুধু তোমার অনামিকা
আমি সুযোগ পেলেই হবো এমন আত্মঘাতী।


মরতে মরতে আমি আবার
অভিজ্ঞ প্রেমিক হয়ে উঠি,
আদর করার নেশায় আমার
ইচ্ছেগুলো করে ছুটোছুটি।
আমি তাকিয়ে দেখি তোমার অবয়ব,
দেখতে তোমায় ভালো লাগে অসম্ভব।


তুমি আমার সামনে জলজ্যান্ত সুন্দরী,
তোমার রুপ সাগরে
প্রতিনিয়ত ভাসাই প্রেমের তরী।
তুমি সেকেন্ডের কাটা হয়ে ঘুরো চক্রাকারে
তুমি ছাড়া আমি মৃত, অচল ঘড়ি,
তোমার হাজার হাজার রাতে খুব ইচ্ছে করে
আমি নাবিক হবো, হবো রাতপ্রহরী।


পুনরাবৃত্তিঃ
ভোরের সূর্য ওঠার আগে,
তোমায় দেখার নিষ্পাপ সাধ জাগে।।