ক্ষিধা লাগছে,
ফোনের ভাইব্রেশনের মতন শরীরডা কাপতাছে।
হুজুর কইছিলো হাবিয়া দোজখের—
আগুন সব থিক্কা রাক্ষুইসসা।
পেটে এহন হাবিয়া দোজখের আগুন জ্বলতাছে।


মুজতবা সাহেব পড়লাম,
সে লিখছে— চা শ্রমিকেরা চা খাইয়া ক্ষিধা মিটায়।
চা আমিও খাইলাম,
কই ক্ষিধা তো মিটেনাই! মিথ্যাবাদী লেখক।


এত বড় মাপের লেখক মিথ্যা কবে কেন?
তয় মনে হয় চা খাইয়া ক্ষিধা মিটাইতে—
চা শ্রমিক হওয়া লাগে।
ধুর, ক্ষিধা লাগছে তো!