একটি কবিতা আছে
দুর্বোধ্য ভাষায় লিখা সে কবিতা।
ঠিক তিনদিন না খাওয়া বাচ্চার-"কেন খাবার নেই? —— প্রশ্নের উত্তরের মত দুর্বোধ্য।


একটি কবিতা আছে
আশার আলো দেখায় না সে কবিতা।
অন্ধকারে পতিত করে — ঠিক সজীবের খাবার শূন্য পেটের বহিরাবরণের মত কালো অন্ধকার।


একটি কবিতা আছে
সজীবকে মিথ্যে আশা দেখায় না সে কবিতা।
ধ্বংসের আহবান জানায় — ঠিক ব্যাবিলনের
সভ্যতা ধ্বংসের মত ধ্বংসের আহবান।


একটি কবিতা আছে
খানিকটা ছন্দপূর্ণ, খানিকটা ছন্দশূন্য।
ছন্দপূর্ণ আশার সঞ্চার করলেও ছন্দশূন্য করে না।


একটি কবিতা থাকবে
যতদিন থাকবে ততদিন সজীবেরা থাকবে সজীব!