রঙিন পৃথিবী!
সন্ধ্যে সকল রঙ ফিকে করে দেয়
এবং বিবর্ণ করে দেয় রাতের অন্ধকার।
কালো কি কোনো রঙ?
হবে হয়তো।
কালো রঙ হলে রাতগুলো রঙিন।
রাতের কালো রঙ গাঢ় হয়।
এ গাঢ় রঙ আমার অপরিচিত।
অপরিচিতা ভয় সৃষ্টি করতে চায়
তবে পারে না।
একটি রঙিন সকালের অপেক্ষা করি।
সকাল হয়,
সূর্যালোকে দেখতে পাই বাহারি রঙ,
রঙিন পৃথিবীর দেখা পেয়ে
রাতের কালো রঙ ভুলে যাই।