আমাকে ডেকো না,
বিরহে বধির হয়েছি কতোকাল ধরে-
সে কথা কি জানো না?
আমাকে ডেকো না।
গভীর রাতে যখন ঘুম আসে না,
ক্লান্ত পড়ে থাকি বিছানায়
আমাকে ডেকো না।
ডেকো না এমন বার বার!
ছলাকলায় এভাবে কাছে ডেকো না,
বিরহে বধির হয়েছি কতোকাল ধরে-
সে কথা কি জানো না!
কথা বলি ওই চাঁদ তারা ফুল পাখিদের সাথে,
ওরা বুঝে, অথচ তুমি কিছুই বুঝো না।
বুঝতে চাও না,
বিরহে বধির হয়েছি কতোকাল ধরে-
সে কথা কি জানো না!
নাকি সে কথা জেনেও জানতে চাও না,
বুঝতে চাও না, শুনতে চাও না!
যে বেদনার গভীরতা মাপতে জানো না,
সেখানে কেন অবগাহন!
কেন এ ছল করে পানকৌড়ি জলকেলী
পবিত্রতার ভান করে স্নান!
কখনো কি হয়েছো পবিত্র?
মনের ময়লা ধুয়েছো কি কখনো বিবেকের জলে?
তবু কেন ডাকো,
কেন ডাকো বারবার!
বিরহে বধির হয়েছি কতোকাল ধরে-
সে কথা কি জানো না,
জানো নাকি বিশ্বাস একবার ভেঙ্গে গেলে
মানুষ আর বেঁচে থাকে না।
মানুষ আর স্বপ্ন দেখতে পারে না।
মানুষ আর ভালোবাসা পায় না
ভালোবাসতে পারে না
মানুষ আর সত্যি মানুষ থাকতে পারে না!
------------ ০ ------------
১৯ জানুয়ারী ২০২২, ০৫ মাঘ ১৪২৮, সকাল:০২:১৮, কাব্যকুঞ্জ, নারায়নগঞ্জ, ঢাকা
(স্বত্ত সংরক্ষিত)