আমার সম্পদ এই  আমার সম্পত্তি
এদের নিয়েই থাকি পাই আত্মতৃপ্তি।
অর্থ-বিত্ত নয় এর চেয়ে মূল্যবান,
বিত্তের বেসাত গড়ে খুশী নয় প্রান।


বই আর ফুল শত্রু হয় না কখনো,
মানুষ উল্টায় চোখ যায় না মানানো।
নির্বাক জ্ঞানের উৎস প্রতিটি অক্ষর,
জ্ঞাণীগুনীর বাণী ইতিহাসে স্বাক্ষর।


মানুষ হয় না এমন বন্ধু জগতে,
প্রতিদান চায়; চায় বিনিময় পেতে।
মন খারাপ অভিমান কতো কি করে,
বই ফুল বন্ধু; নীরবে  থাকে অন্তরে।


এই নিয়ে বসবাস, প্রিয় সহবাস,
মনের কথাটি এরাই করে প্রকাশ।
-------------- ০ -----------------
০৯ এপ্রিল ২০২২, ২৬ চৈত্র ১৪২৮, শনিবার, দুপুর:০২:৫১, কাব্যকুঞ্জ
(স্বত্ত্ব সংরক্ষিত)