কিচ্ছু চাইব না, দিতেও পারবে না-
ত্রিশ যোগ তের কত সহজে মিলিয়ে দাও অঙ্ক!
ফেরত চাইলেই কি পাওয়া যায়?
সেই সব নিঃশ্বাসের গাঢ় অন্তরঙ্গ অনুভূতিগুলো।


চাঁদজ্যোৎস্নায় চুল বেয়ে টুপটাপ
ঝরে পড়া, সেই আদর দিতে পারবে আর কোনদিন!
এই গ্রহনদুষ্ট শরীরের বাঁকে কি-
আর তেমন করে ডাকবে জোয়ার, ভাসাবে কুল-অকুলে!


পলাশ ফুটুক, শাপলা জলজ খেলায়
হেসে কুটিকুটি হোক; পারদ উঠে যাওয়া জরাজীর্ণ আয়নায়
দেখ ভাল করে দেখা যায় না কারো মুখ;
মনের আকাশ জুড়ে ঈষাণকোনে জমেছে মেঘের দল।


একবার ঝড়ের তান্ডবে তবু হোক ওলট পালট সবকিছু,
যদি ইচ্ছে করো, আঙ্গুলে গুঁজে দাও আঙ্গুল দৃঢ়বিশ্বাসে।
-------------- -------------- --------------
০৬/০২/২০২০, বৃহস্পতিবার, সকালঃ১০ঃ১০ মিনিট, (+৬)
Unauthorized use or reproduction for any reason is prohibited.