'বৃষ্টি', এসো না এক পশলা বৃষ্টি হয়ে,
ভিজি কিছুক্ষণ। শীতল স্পর্শ  প্রলেপে
প্রশান্তি খুঁজি দাবদাহে পোড়া এ প্রাণে।
আহ্! এসোই না, লজ্জা কি ঘনিষ্ঠতায়।

বুকের খোলস খুলে মিলেমিশে যাই,
আপেল বাগানে স্নান রহস্য গহ্বরে।
আদিমতা ভুলে মানুষ থাকতে পারে!
ফোটা ফোটা বৃষ্টি জল হৃদয়ে জমুক।

এখন বৈশাখ, জ্যৈষ্ঠ ছুঁই ছুঁই যেন,
তবু দেখ আগুন হাওয়া চারি দিকে।
শুকনো ঠোঁট, বুক, হৃদয়ের অতলে
ভাঁটার টান; এসো না ভিজতে ভেজাতে।

বসে আছি জলের আশায়, পাই যদি
ভিজাব ঠোঁট,  জিহ্বা, বিরহী মরা নদী।
-------------- -------------- --------------
১৩/০৫/২০১৯, সোমবার, রাতঃ০৮ঃ৪৯ মিনিট,  (+৬)
Unauthorised use or reproduction for any reason is prohibited.