এক চোখে এক পৃথিবী,
নির্বাক মেয়ে তাকিয়ে আছে উদাস দৃষ্টি
বিছিয়ে দিয়ে কষ্ট ভেজা নীলগালিচায়
উথলে ওঠা বুকের তুফান
থমকে গেছে ঠোঁট ছুঁয়ে।


মেয়ে তবু তাকিয়ে আছে,
নুন জমেছে চোখের পাতায়; নাকের ডগায়
ঘাম নেই তার কিন্তু বিন্দু বিন্দু দুঃখ আছে,
দুঃখবতীর মন ভালো নেই
সময় এখন বইছে প্রতিকুলে।


অন্য চোখে আড়াল করা পাঁজরভাঙ্গা দীর্ঘশ্বাস,
শিউলি বকুল ঝরছে যত স্বপ্নমুকুল বুকের মধ্যে!
যে বসন্ত বয়ে গেছে শুনতে পায়নি কোকিলকণ্ঠ
একারই থাক চায় না ভাগ দিতে তার বিন্দুমাত্র!
-------------------- ০ ----------------
০৪ অক্টোবর ২০২১, ১৯ আশ্বিন ১৪২৮, সোমবার, সকাল: ০০:৪০, কাব্যকুঞ্জ
(স্বত্ত্ব সংরক্ষিত)