মধু রং হুইস্কির গ্লাসে ভাসছে বরফকুচি কয়েক টুকরো লেবুর স্লাইচ;
বুকের রক্ত নিংড়ে নিয়েছে ছলাকলায় বসন্তের কোকিল, প্রজাপতি!
পৌষ মাঘ যেতে না যেতেই ফাল্গুণের ফুল ফোটা শুরু ঋতুরচক্রে,
গ্লাসে ছোট্ট ছোট্ট চুমুক; উদাস দৃষ্টি কমলা রোদে খোলা জানালায়।
এই বসন্ত যেমন ফুল ফুটায় বুকের বাগানে তেমনি করে সর্বশান্ত!
পাখীগুলো উড়ে যায় ভুল করে ফেলে যায় রতির পালক বিছানায়।
------------------  ০  --------------------------
৫ সেপ্টেম্বর ২০২১, শনিবার, বিকাল:০২:৫১ মিনিট, কাব্যকুঞ্জ।
(স্বত্ত্ব সংরক্ষিত)