এখানে মঞ্চ করা হলো সোৎসাহে,
মুক্তমঞ্চ, যেখানে মানুষ দিন দিন অবিশ্বাসী আর
দুর্ধর্ষ প্রতারক-প্রতারিণী হয়ে যাচ্ছে পলকে পলকে,
ভালোবাসার নামে বিষ ঢেলে দিচ্ছে!

'হৃদয়ের ভালোবাসার মুক্তমঞ্চ' রূপায়ন
খুব সহজ বলে মনে হয় না; তবু অটল বিশ্বাস রাখি,
নিলামে উঠবে না হৃদয়, একেবারে খোলামেলা মঞ্চে।
যদিও অধুনা জগৎ বড় নিলামের মাঠ!

পর্দা সরালেই ঝলমল করে ওঠে -
থলের বিড়ালের চোখ; বেচাকেনার ধুসর হাটবাজার,
কুয়াশা জমে, শিশির ঝরে, ঝলমলা রোদ আসে না।
ক্ষতবিক্ষত হয় কুঁড়ি ও কুমারীত্ব।

পা টিপে টিপে মখমল নিস্তব্দতায় পাথরশেকড় বুকে
ক্রমশ প্রোথিত হতে থাকে পয়মন্ত রহস্যগহ্বরতলে।
------------------ ----------------
২৭/১১/২০১৮, মঙ্গলবার, দুপুরঃ১২ঃ১০ মিনিট, (+৬)
Unauthorized use or reproduction for any reason is prohibited.