বলিনি কিছুই হাঁটিনি তো পিছু, ডাকিনি তো কাছে,
করিনি ঈশারা মারিনি তো চোখ রাগার কি আছে!
পথে হলে দেখা স্মৃতি হয় লেখা থেকে যায় কাছে,
অতি যত্নে রাখি যদি দেয় ফাঁকি সেই ভয় আছে।


মিষ্টি মিষ্টি হাসি হয় গলে ফাঁসি বেঁচে থাকা দায়,
সব গেলে শেষে বুঝ হয় মনে করে হায় হায়।
সেই জানে কষ্ট মাথা হয় নষ্ট যার যার যায়,
ফাঁদে পড়ে কাঁদে জনে জনে সাধে হয় অসহায়।


আগুনে পানিতে হয় না মিলন বিরোধী স্বভাব,
জলে তেল ভাসে হাসে উপহাসে হয় নাতো ভাব।
উঁচু নিচু ভেবে পথ মেপে নিবে তাতে হবে লাভ,
চাঁদ পাবে বলে শূণ্যে লাফ দিলে ভাঙ্গবে খোয়াব।


সব বুঝে শুনে কর গুনে গুনে একা পথ চলি,
তবু দেখো তার বাঁকা চোখ সার কিবা আর বলি!
-------------------- ০ ------------------
১০ ডিসেম্বর ২০২১, ২৫ অগ্রহায়ণ ১৪২৮, শুক্রবার, সকাল:০২;২৫, কাব্যকুঞ্জ,
(স্বত্ত সংরক্ষিত)