একবার এদিক একবার ওদিক বারবার চুতুর্দিক ঘুরেও
দেখা মেলেনি; কোথায় তবে খুঁজি! আকাশে পাতালে
ভেসে আসে হাহাকার, কান্নার করুণ সুর; রক্ত শ্রাবন-
বুকের মধ্যে, চোখের শার্সিতে গলে পড়ে মনের বিষ।


একবার এই পথেই দেখিছিলাম উচ্ছ্বল চঞ্চলা হরিণী,
বুকে ছিল না ওড়না, মাথায় ঘোমটা। অবশ্য তখনও
সে বয়সে পা ফেলেনি কিশোরী। লাল টিপ, ঠোঁটপলিস
চিবুকে গোলাপী আভা, কামিজে কাঁচ বসানো, ফর্সা।


রিনিঝিনি চুড়ির তালে নেচে নেচে যাচ্ছিল বাঁকা পথে,
সেই একবার তারপর আর দেখিনি; মনে গেঁথে রাখি।
একে কি প্রেম বলে! নাকি মুগ্ধতা? ভীষণ বিস্মিত হই
নিজে নিজের মনের ধুকপুক শব্দে; ভূমিকম্প ঠোঁটে।


সারাদিন সারারাত কেটে গেল ভোর রাতে খবর এলো
অজ্ঞাত কিশোরীর লাশ পড়ে আছে সবুজ ধানক্ষেতে।
=================  ==============
২২ নভেম্বর ২০১৬, ৭ অগ্রহায়ণ ১৪২৮, সোমবার, সকাল: ০১:২১ মিনিট, কাব্যকুঞ্জ,
(স্বত্ত সংরক্ষিত)