পুনর্জন্মে মানুষ হতে চাই না,
না কারো দয়ামায়া অনাবশ্যক। তোমাদের থলেভরা ভালবাসা
ইদুরে কাটুক, কৃপণের সঞ্চিত ধন উইয়ের পেটে যাক কি হবে!
অন্যকিছু হয়ে জন্মাবো আবার।


আশেপাশেই থাকবো, দেখবো
কেমন করে অলস সময় কাটাও। অফ হোয়াইট দেওয়ালের গায়ে
টিকটিকি বা মাকড়শা হয়ে তোমার গোপনীয়তা চুরমার করবো।
না, আরশুলা হবো না কখন।


বড় জোর নদীর জল কিম্বা
বৃষ্টি ছিটেফোটা হতে পারি অনায়াসে তোমাকে ছুঁয়ে দিবার জন্য,
বুকভরা যে প্রতারনার আঘাত, দেখ জল হয়েই ভিজাবে একদিন।
অন্তত মানুষ হবো না পরজন্মে।


মানুষ নামে জন্মে নামধারী অমানুষের ভীড়ে শ্বাসরুদ্ধকর এ জীবন,
প্রয়োজন নেই। বরং অন্যকিছু হয়ে দেখব অমানুষের সুনিশ্চিত ধ্বংস।
======= ============
১১ জুলাই ২০১৬, সোমবার