সেসব জানার পরেও বুকের মধ্যে,
প্রেমের এক ছোট্ট নদী খলবলায়!
ঢেউ তোলে ঝিরিঝিরি; কলার ভেলায়-
ভেসে আসে বেহুলা, যখন ঘোর সন্ধ্যে।


রমণীয় হাতছানি কত দ্বিধাদ্বন্দ্বে,
তবুও পথচলা বাদামী অবেলায়।
বরণের সাধ জাগে বকুল মালায়,
আজ আর কিসের বিচার ভালোমন্দে!


জাতের বজ্জাতি ধর্ম-বর্ণ যারা ভাবে,
মুখোশে ছদ্মবেশী নানারূপ তাদের-
আলোতে আঁধারে চলে রূপ রূপান্তরে।


বুকের জমিন দিও দারুন অভাবে,
ক্ষুধার্ত ঠোঁটের স্পর্শ মৌসুমি চাষের;
দেখো কেটে যাবেই আকাল মন্বন্তরে!
-------------- -------------- --------------
২০/২/২০২০, বৃহস্পতিবার, সকালঃ১১ঃ৩৪ মিনিট, (+৬)
Unauthorized use or reproduction for any reason is prohibited.