এ কথা এহন কি অইরে কারে কই কওতো দেহি-
রাঙ্গাকর্তা যে চোখ মেইরে কথা কয়,
এইডা কি আর কাউরে কওয়া যায়!
ও কাকী মা কাকুরে এটটু সামলাও না ক্যান!


রেবতী তো সোমত্ত হয়া উঠছে গা-গতরে, হাবভাব
ভাল ঠেকতিছে না পাড়ার লোক জানলি
কি অবেনে গো! গলির মোড়েই রামপাঁঠা
ও কাকী মা রাঙ্গাকাকুরে এটটু নজরে রাইহো কলাম।


ও পাড়ায় দেহি আজকাল ঘন ঘন যায় বেলা অবেলা
ছিনাল মাগী ভাতারখাকি রং ঢং কইরে
কি সব ইশারা-ফিশারা নাকি করে শুনি
রাঙ্গাকর্তা কি তয় এহন আম-দুধে মালদাই আঁটি চাটে!


ও কাকী মা জানো, আমারেও ডাক দেয় রাত দুপুরে; চোখ টিপে কয়-
ও কল্যাণী, নো যাই বেন্দাবনে নেত্য করি; স্বগগো পাবি রে স্বগগো পাবি!
-------------- -------------- --------------
১০/০৪/২০২০, ২৭/১২/১৪২৬, শুক্রবার, বিকালঃ ০২ঃ৫৭ মিনিট,  (+৬)
Unauthorized use or reproduction for any reason is prohibited.


* আঞ্চলিক কথায় বলার চেষ্টা করা হয়েছে।