ওর সঙ্গে পরিচয় বেশ কিছু দিনের,
তুমি তুমি জাবর কেটে ন্যাকামিপণা তো ওর হয়ই না
প্রেম ভালোবাসা নিয়ে তেমন কাঙ্গালপনাও দেখি না
খুব ভালো বন্ধু কিনা তাও বুঝি না!

ওর কাছে হৃদয়ের মলাট খুলে দেওয়া যায় নির্দ্বিধায়,
দৃষ্টিজিহ্বায় যারা চেটে খায় বিভাজিকা, কুমারী স্তন-
জঙ্ঘার আকার আকৃতি, শরীরের আঁকাবাঁকা ভাঁজ
ওদের সাথেও কোনো বিরোধিতা নেই, মেলামেশা খুব।

সবাই জানে রক্ত দূষিত হলে,
চরিত্রের দূষণ ঠেকানো অসম্ভব; মুখোশের আড়ালে
পাশবিক চিন্তা-চেতনা, কাম-বাসনা সুযোগের অপেক্ষামাত্র।
ও তাও জানে, তবু হাঁটে বুক টানটান!

খুব ভালো বন্ধুত্ব হলো কিনা জানি না কিন্তু পাশাপাশি চলতে-
আঙ্গুলের ফাঁকে আঙ্গুল গুঁজে দিয়ে হাঁটা যায় অনেকটা পথ।
-------------- -------------- -------------- --------------
০৮/০৬/২০১৯, শনিবার, দুপুরঃ১২ঃ৩৪ মিনিট
Unauthorised use or reproduction for any reason is prohibited.