ওই শরীর এক অন্ধকার মায়াময় জগত,
লাস্যময়ী স্বপ্নেরা হামাগুড়ি দেয়; উঠে দাঁড়ায়,
ধপাস করে আছাড় খায়। আবার হাঁটে, দৌঁড়ায়!
থামে না মনস্কাম, অবিরত স্পর্শের অভিপ্রায়।

মৌচাকে জমানো মধু খোঁজে মৌয়াল, অমাবস্যার
অন্ধকারে হাতড়ায় গোলাপের ডাল; ফুলবনে
নাক গুঁজে চুরি করে মাতাল ঘ্রাণ। সোমত্ত দেহ
থেকে খুলে নেয় রমণাভিলাষী সঙ্গমালঙ্কার!

আহারে শরীর এক! অচীন বন্দর, উঁচু নিচু
ঢেউ খেলা পাড়ভাঙ্গা তুফাণের তোড়জোড় ভারি!
দুই কুলে ভাঙ্গনের ঘোলাজলে, রূপালী ইলিশ
সাঁতরায়, সোনা রুপা ধোয়া জলে জলকেলি চলে।

ওই শরীর জুড়ে জীবনের সব সাধ লুটায়,
শরীরে শরীর ঘসে ঘুণপোকা স্বপ্নভ্রূণ খায়!
--------- --------- --------- --------- ---------
২৬/০৪/২০১৯, শুক্রবার, সন্ধ্যাঃ ০৬ঃ৫৩ মিনিট, (+৬)
Unauthorised use or reproduction for any reason is prohibited.